দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও খনন করে মৎস্য সম্পদ, পরিবেশ ও কৃষি জমি রক্ষা, বিলের চতুর্দিক পাড় বাঁধাই করে তালগাছ রোপনের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে ১২ গ্রামের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন মুরব্বী আব্দুল মালিক, কুচাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সবুজ কুমার বিশ্বাস, শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, মোঃ শামীম কবির প্রমুখ।
স্মারকলিপিতে মেয়র আরিফুল হক চৌধুরীকে সরেজমিনে ভাড়েরা বিলটি পরিদর্শন ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিলটি খনন, পাড় বাঁধাই, তালগাছ রোপন ও যুগোপযোগী পরিবেশবান্ধব পরিবেশ তৈরী করে এলাকাবাসীকে সমূহ ক্ষয়-ক্ষতির হাত রক্ষার জোর দাবী জানানো হয়।
ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও রক্ষার দাবীতে দক্ষিণ সুরমার আলমপুর, ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক, গোটাটিকর, মালিপুর, হবিনন্দী, গঙ্গানগর, পালপুর, কুচাই, শ্রীরামপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তি