সুনামগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে-জীবন বাঁচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থা নাটাব ও ব্র্যাক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি পরবর্তী আলোচনা সভা।
সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ইপিআই ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল শাকী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান। সিভিল সার্জন অফিসের কোল্ড টেকনিশিয়ান ফজলুল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ডা. শরীফুল আবেদীন কমল, বক্ষব্যাধি হাসপাতালের ডা. অত্যুনু ভট্টাচার্য, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নাটাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূর্জটি কুমার বসু, ইউএনএফপিএ’এর প্রতিনিধি ডা. শাহীন আক্তার ও ব্র্যাকের জেলা ব্যবস্থাপক শামীম আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র র্শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ কে আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ