শাল্লায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১:২৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে
  • Print

শাল্লা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসসহ চার ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা।
ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে গণমুখী পুলিশিং এর মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিনটি উদ্দেশ্যে এই আয়োজন। প্রথমতঃ সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীকে মুখোমুখি করা যাতে করে পুলিশ সদস্যদের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত হয়। দ্বিতীয়তঃ পুলিশি সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা গুরুত্বসহকারে শুনে তাদের সেবা প্রদান করা। বিশেষ করে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃতীয়তঃ যারা সমাজের নেতা, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের পরামর্শ গুরুত্বসহকারে শোনা।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ