প্রযোজক সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিল

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

 

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য হওয়া সত্ত্বেও কিছু নিয়ম না মানায় ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে।

শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে- এটা নিশ্চিত।’

সদস্যপদ বাতিলের বিষয়টি নিয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার সদস্যপদ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’

গত ১ বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। নতুন নেতৃত্ব না থাকায় এর দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। এর আগ দিয়ে নতুন করে ভোটার হালনাগাদ হলো। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়।

অন্যদিকে, প্রযোজক হিসেবে শাকিব সর্বশেষ লগ্নি করেছেন ‘বীর’ ছবিতে, যেটি তার এসকে ফিল্মসের ব্যানারে মুক্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ