উপশহরে যুবকের ধাক্কায় লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু, ‘ঘাতক’ আটক

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ৩:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

সিলেট নগরীর শাহজালাল উপশহরে ইফতারের পর বাকবিতণ্ডার সময় যুবকের ধাক্কায় এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

ওই লন্ড্রি ব্যবসায়ীর নাম মো. সেলিম মিয়া (৬০) । তিনি উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ইফতারের ঠিক পরপর এ ঘটনা ঘটে।

উপশহর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোন হারানো নিয়ে ওই লন্ড্রি ব্যবসায়ী এবং এক যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকের ধাক্কায় সেলিম মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণাকরেন।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়া হৃদরোগী ছিলেন। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে।

তাৎক্ষণিক তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ