সাবেক ক্রিকেটার আল আমিন ইবনে আব্দুল্লাহ মারা গেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্ট্রোক করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন। তিনি জানান, আল আমিন ইবনে আব্দুল্লাহ বিকেলে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।
আল আমিন ইবনে আব্দুল্লাহ প্রথম শ্রেণির একজন ক্রিকেটার ছিলেন। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব ও জিএমসিসিসহ অন্যান্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন।