জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর রায়নগর স্টাফ কোয়ার্টার জামে মসজিদ সম্প্রসারনের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোয়ার্টারের সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর রায়নগর গ্যাস স্টাফ কোয়ার্টারের সামনে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর সুপারভাইজার মো: আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ডিজিএম জিতেন্দ্র কুমার দাস, ব্যবস্থাপক আদনান আহমদ চৌধুরী, উপ-ব্যবস্থাপক শেখ ওবায়দুর রহমান, উপ-ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, রজব আলী, সহকারী প্রকৌশলী সুহেদ আহমদ, সহকারী হিসাব কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, ব্যবস্থাপক এনামুল হক, উপ-ব্যবস্থাপক সুদীপ চক্রবর্তী, আব্দুল লতিফ, সুপারভাইজার, শাহ আলম ভূইয়া, বিল্লাল হোসেন, পার্থ সারথী চক্রবর্তী, আনোয়ার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি