কাকন ফকির ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল নগরীর তালতলার অভিজাত একটি রেস্টুরেন্টে গতকাল (২৪ এপ্রিল) সম্পন্ন হয়েছে। গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি, কন্ঠশিল্পী ডাক্তার মো. জহিরুল ইসলাম (অচীনপুরী)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান পবিত্র মাস। পবিত্র এই মাসে ইফতারের উদ্দেশ্যে সকলে একসাথে বসতে পারাটাও আল্লাহর তরফ থেকে একটি বড় নেয়ামত। আমরা সকলে তার কাছে শুকরিয়া আদায় করি। এই আয়োজনে আমাকে মর্যাদার আসনে বসানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গল্পকার, সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসিত ইবনে হাবিব। গীতিকবি সাইয়িদ শাহীনের কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকন ফকির ফাউন্ডেশন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন। কাকন ফকির রচিত-হামদ ও নাতে রাসুল (সা:)-পরিবেশন করেন, কন্ঠ শিল্পী, সাজ্জাদ সুমন ও বাউল হেলাল খান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানব কণ্ঠের সিলেট প্রতিনিধি খন্দকার আব্দুর রহিম, রোটারিয়ান লায়েক আহমদ, ফ্রিলেন্সার সাদেকুর রহমান, কণ্ঠশিল্পী প্রদীপ মল্লিক, হায়দার রুবেল, শফিক উদ্দিন, হিমেল দেব রাহুল, জুমা খান, হাসনাত কবির, ধ্রুব গৌতম, খালেদ হোসেন রুমেন, জালাল জয় সুহেল আহমদ, শিক্ষক কাওছার আহমদ, রুহুল আমিন সুমন, ব্যবসায়ী মাসুম আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।