ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় আল বারাকা নামে একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার (০৯ জুলাই) উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী বাস আল বারাকা জিংলাতলী এলাকায় এলে হঠাৎ বাসটির সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটিকে বাঁচাতে বাসচালক পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার একপাশে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।