নবদম্পতির আত্মহত্যা!

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ মার্চ ২০২২, ৭:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে
  • Print

 

বগুড়ায় প্রেম করে বিয়ের কয়েক ঘণ্টা পরেই পরিবারের চাপে নবদম্পতি আত্মহত্যা করেছেন। তাদের দীর্ঘদিনের ভালোবাসার শেষ পরিণতি ঘটে জীবন দিয়ে। ঘটনাটি শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের। সোমবার (২১ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

আত্মহত্যাকারীরা হলেন মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. সবুজ (২১) ও পাশের গ্রামের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া মো. রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯। কনে মার্জিয়া নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে দিনমজুর সবুজের সাথে কলেজছাত্রী জান্নাতের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার দিনের কোন একসময় তারা পালিয়ে বিয়ে করেন।

প্রেমের বিয়েতে জান্নাতের পরিবার মেনে না নেয়ায় সবুজ তার নববধূকে নিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার দিকে জান্নাতের পরিবার জান্নাতকে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে আসে৷

রাতে নবদম্পতি মুঠোফোন কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। রাত ১০টার দিকে জান্নাত তার স্বামী সবুজকে মুঠোফোন রেখে হঠাৎ কীটনাশক পান করেন।

মুঠোফোন চালু থাকায় সবুজ বুঝতে পারেন জান্নাত আর বেঁচে নেই। এরপরেই তিনি নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ