বড়লেখায় ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পৌর ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে বড়লেখা সদর ইউপি হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর।
পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সমাজসেবক জাকির হোসেন জুমন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লতিফ, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।