
মার্কিন ফেডারেল আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অধিকাংশ বর্ধিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। আদালতের মতে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক আরোপ বা প্রত্যাহারের মূল কর্তৃত্ব কংগ্রেসের হাতে, প্রেসিডেন্ট কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই পদক্ষেপ নিতে পারেন।
গত শুক্রবার ঘোষিত ১২৭ পৃষ্ঠার রায়ে বলা হয়, আইইপিএ (International Emergency Powers Act) আইনের অধীনে প্রেসিডেন্ট চাইলে কোনো দেশের ওপর শুল্ক আরোপ করতে পারেন, তবে এর জন্য কংগ্রেসের সুপারিশ থাকা জরুরি। ট্রাম্প প্রশাসন অধিকাংশ ক্ষেত্রেই সে নিয়ম মানেনি।
১১ সদস্য বিশিষ্ট বেঞ্চের মধ্যে ৭ জন বিচারক ট্রাম্পের শুল্কনীতিকে বেআইনি বলে রায় দেন। আদালত জানিয়েছে, ১৪ অক্টোবরের পর থেকে এই রায় কার্যকর হবে। তবে ট্রাম্প চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।
রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেছেন, আদালতের এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “এটি একটি বিভক্ত রায়। যদি শুল্ক প্রত্যাহার হয়, তাহলে তা আমাদের দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।” পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর চলতি বছরের ২ এপ্রিল তিনি বিশ্বের বেশিরভাগ দেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি কমানোই ছিল তার মূল যুক্তি।