আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে হু হু করে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: মাত্র ৪ দিনে আক্রান্ত ২৪ জন

  • আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

সিলেটে ফের বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। নভেম্বর মাসের শুরুতেই মাত্র চার দিনে ২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। কেবল নভেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ২৪ জন

সোমবার (৪ নভেম্বর) সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী—

  • সিলেট জেলায়: ৬০ জন

  • সুনামগঞ্জে: ৪৯ জন

  • মৌলভীবাজারে: ৪২ জন

  • হবিগঞ্জে: ১৮৮ জন

চলতি বছরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চলতি বছরে মোট ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ করোনা শনাক্ত হয় ২৩ জুলাই

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...