আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমে পড়তে চান পারশা, কিন্তু পাচ্ছেন না পছন্দমতো ছেলে

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন সবসময়ই ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন প্রেম, পছন্দ-অপছন্দ ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে।

প্রেম নিয়ে পারশার ভাবনা
পারশা জানান, প্রেমে পড়ার ইচ্ছে থাকলেও এখনো পছন্দমতো কাউকে খুঁজে পাচ্ছেন না তিনি। হাসতে হাসতে বলেন, “প্রেমে তো পড়তে পারছি না। প্রেমে পড়তে চাচ্ছি, কিন্তু পারছি না। আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো এখনো জুতসই কাউকে পাচ্ছি না।
তবে তার মতে, মানুষকে কাস্টমাইজ করে বানানো যায় না। সবকিছু নিজের মতো হবে, এমন প্রত্যাশাও করেন না। উল্টো এমনও হতে পারে, একেবারে ভিন্ন ধরনের কারও প্রতিই টান অনুভব করবেন।

জীবন ও দৃষ্টিভঙ্গি
পারশা বিশ্বাস করেন জীবনকে নিজের মতো করে সাজাতে হবে। তিনি বলেন, “আমি ধরাবাঁধা কোনো নিয়মে নেই। যদি এমন কাউকে পাই, যার সঙ্গে আমার ভালো ম্যাচিং হবে, যে আমাকে ভালোভাবে নেবে, তখন নতুন করে ভাবব।

ক্যারিয়ার প্ল্যান
সংগীত ও অভিনয়—দুটোই চালিয়ে যেতে চান পারশা। তবে নিজেকে ‘গানের মানুষ’ হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গান আমার অন্তরের সঙ্গে মিশে আছে। গান ছাড়া আমি অচল। অভিনয় শিখছি, ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই, বলেন তিনি।

সিনেমার প্রস্তাব এলেও আপাতত বড় পর্দায় নামতে চান না পারশা। তার ভাষায়, “আমাকে আরও শিখতে হবে। নাটক থেকে শিখে তবেই সিনেমা করব। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।”

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...