
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ৮টি লিস্টার মেশিন ও ১১টি নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ১টি স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে।
বুধবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, লিস্টার মেশিন ব্যবহার করে স্টিল বডি নৌকায় বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় ৮টি লিস্টার মেশিন, ৩টি বারকি নৌকা ও ১টি স্টিল বডি নৌকা আটক করা হয়। পরে আটক নৌকা ও মেশিন ভোলাগঞ্জ পর্যটনঘাট এলাকায় নিয়ে ধ্বংস করা হয়। স্টিল বডি নৌকাটি ১০ নম্বর বিজিবি পোস্টের সামনে রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “অবৈধ বালু উত্তোলনের দায়ে মেশিন ও নৌকাগুলো আটক করা হয়। স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে এবং অন্যগুলো ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”