আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের রশিদপুরে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট বিভাগে আবারও নতুন গ্যাসের সন্ধান মিলেছে। হবিগঞ্জ জেলার রশিদপুর গ্যাস ফিল্ডের পুরোনো ৩ নম্বর কূপ পুনরায় চালু করার পর প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১০ বছরে এখান থেকে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা

গ্যাস উত্তোলনে বড় সাফল্য

রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম (মেইনটেনেন্স) মো. শহিদুল্লাহ বলেন, “কূপটি থেকে দৈনিক গ্যাস প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক। সবচেয়ে বড় সুবিধা হলো—এখানে বিদ্যমান পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট ব্যবহার করা যাবে, ফলে গ্যাস উত্তোলন ও সরবরাহে কোনো জটিলতা থাকবে না।”

বাপেক্সের নিশ্চিতকরণ

পেট্রোবাংলা জানিয়েছে, বন্ধ থাকা কূপটির ওয়ার্কওভার কার্যক্রম চালানোর সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনস্থ এই কূপে গত ৫ সেপ্টেম্বর বাপেক্স সফলভাবে কাজ সম্পন্ন করে।

ব্যয় ও সম্ভাব্য মুনাফা

ওয়ার্কওভার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। এর বিপরীতে কূপ থেকে উত্তোলিত গ্যাসের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি গ্যাসের উপজাত কনডেনসেটও পাওয়া যাবে।

গ্যাস উৎপাদনে নতুন গতি

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড জানিয়েছে, রশিদপুর-৩ ছাড়াও রশিদপুর-১১ ও ১৩ নম্বর কূপে নতুন করে খনন কাজ চলছে। এগুলো সফলভাবে সম্পন্ন হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন আরও বাড়বে।

১৯৯৪ সাল থেকে রশিদপুর-৩ কূপ থেকে গ্যাস সরবরাহ করা হলেও এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক অনুসন্ধানে নতুন লেয়ার আবিষ্কৃত হওয়ায় আবারও কূপটি সচল করা হলো।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...