আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাপলা প্রতীক না পেয়ে ক্ষুব্ধ এনসিপি নেতা সারজিস আলম, ভোট প্রক্রিয়া দেখার হুঁশিয়ারি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫: নিজের পছন্দের প্রতীক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ এক পোস্টে বলেন, এনসিপির জন্য শাপলা প্রতীক অপরিহার্য, অন্য কোনো বিকল্প তারা গ্রহণ করবে না।

সারজিস আলমের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।”

এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ১১৫ নম্বর শিডিউলে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়। তাই দলকে তালিকাভুক্ত প্রতীকের মধ্যে একটি নির্বাচন করতে হবে।

সারজিস আলম আরও প্রশ্ন তোলেন, “ইসি সচিব বলেছেন তালিকায় শাপলা নেই। কিন্তু যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের আবেদন করেছিল, তখনই আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে শাপলা মার্কা চাই। তাহলে তালিকায় শাপলা যুক্ত করা কাদের দায়িত্ব ছিল? এত দিন কি তারা শুধু নাটক দেখেছে, নাকি অন্য কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির নির্দেশে বসে থেকেছে?”

তিনি ফেসবুক পোস্টে সব ধরনের ‘ভণ্ডামি’ মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন, রাজনৈতিকভাবে এই প্রক্রিয়া বিচার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...