
সিলেট: সিলেট মহানগর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে থাকতে পারবেন না—এমন একটি নির্দেশনার কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলেও পুলিশ কমিশনার এটিকে ভুয়া বলে ব্যাখ্যা দিয়েছেন।
ভাইরাল হওয়া নির্দেশনায় বলা হয়েছিল, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে মহানগরের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী প্রকাশ্যে এলাকায় থাকতে না পারেন।
তবে এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের জানান, “আমি বলছি একটা, ড্রাফট করছে আরেকটা। আমার অগোচরে এটা সই হয়ে গেছে। আমরা কারেকশন দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজে সেটা পেয়ে যাবেন।”
পরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে সংশোধিত নির্দেশনা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “নিষিদ্ধঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যেন কোনো মিছিল-মিটিং করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনা বিভ্রান্তিকর। কমিশনারের অভ্যন্তরীণ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভিন্ন।
সবশেষে পুলিশ জানায়, বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনাকেই গ্রহণযোগ্য হিসেবে গণ্য করার অনুরোধ করা হচ্ছে।