
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার নিশ্চিত করেই নির্বাচনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের ‘গ্রন্থ আড্ডা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনায় মির্জা ফখরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, এখনই তড়িঘড়ি নির্বাচন চাই না। তবে ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হলে সমস্যাগুলো আরও জটিল হবে। সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচিত সরকারের কাছে জনগণের অ্যাকসেস থাকে। কিন্তু বর্তমানে সেই সুযোগ নেই। তাই গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনতে সঠিক পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।”
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের প্রস্তাব আসছে। আশা করছি, প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু করবেন। ঐকমত্যের ভিত্তিতে সমাধানের পথ বের করতে হবে।”
মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকার প্রশাসনে দুর্নীতি, চুরি, এবং ব্যক্তিস্বার্থে নিমজ্জিত। গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে ধৈর্য ধরতে হবে। এই পরিবর্তন একদিনে সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, “এখন প্রতিদিন দাবিদাওয়া নিয়ে মিছিল হচ্ছে। এতদিন মানুষ কথা বলার সুযোগ পায়নি। এখন পরিবেশ তৈরি হওয়ায় সবাই দাবি জানাতে পারছে।”
মির্জা ফখরুল বলেন, “ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। গণতান্ত্রিক কাঠামো গড়ে তুললেই আমরা সমস্যাগুলো সমাধানের দিকে এগোতে পারব। ধৈর্য হারালে আমাদের লক্ষ্য পূরণ কঠিন হবে।”
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।