আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে তদারকির অস্থায়ী অফিস, কমেছে যানজট

  • আপডেট টাইম : অক্টোবর ১০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিন ধরে চলমান যানজট কিছুটা কমেছে। তবে এখনো থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। সম্প্রতি সংস্কার করা সড়কের একটি অংশ দেবে যাওয়া ও কোথাও কোথাও উঁচু-নিচু হয়ে যাওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন।

এদিকে সড়কটির তদারকির জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থাপন করা অস্থায়ী কার্যালয়টি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ পাওয়া গেছে। বুধবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান পরিদর্শনে এসে ১২ কর্মকর্তাকে সেখানে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউ কেউ জানান, তারা মাঠ পর্যায়ে থেকেই তদারকি করছেন। অফিসে বসা সম্ভব না হলেও সড়কের বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন তারা।

বুধবার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে উপদেষ্টা নিজেই পড়েন তীব্র যানজটে। শেষে গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠে তিনি প্রায় আড়াই ঘণ্টায় পথ অতিক্রম করেন।

জানা যায়, আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত এ পথ সাধারণত ৩০ মিনিটেই পাড়ি দেওয়া যায়। তবে কয়েক মাস ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

গণমাধ্যমে এসব খবর প্রকাশের পর বুধবার উপদেষ্টা নিজে এসে সড়কের অবস্থা পরিদর্শন করেন। তিনি জানান, যানজট নিরসন ও সংস্কার কাজের তদারকির জন্য ১২ কর্মকর্তার একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “হাইওয়ে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। আগের তুলনায় যানজট অনেক কম। বিশ্বরোড থেকে সিলেটমুখী অংশে কিছু জায়গায় কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলছে।”

তদারকির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “আমরা দায়িত্ব অনুযায়ী কাজ করছি। অফিসে না বসেও মাঠে থেকেই তদারকি চলছে।”

নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বলেন, “আমাকে নরসিংদী থেকে আশুগঞ্জ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কাজ চলছে। বিশ্বরোড অংশে এখনো যাওয়া হয়নি।”


সড়ক সংস্কার কাজের অগ্রগতি ও তদারকির কারণে যানজট কিছুটা কমলেও ব্রাহ্মণবাড়িয়া অংশে এখনো ধীরগতিতে চলছে যানবাহন। কর্তৃপক্ষ মাঠপর্যায়ে তদারকি অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...