আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজার সীমান্তে ১০ ভারতীয় গরু জব্দ, বাজার মূল্য ১০ লক্ষ টাকা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বিজিবি ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২৩০/১১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব গরু আটক করে।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।”

প্রসঙ্গত, দোয়ারাবাজার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত অপরাধ দমন করছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...